প্রকাশিত: Sat, Dec 16, 2023 10:03 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:20 AM

[১]সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির [২]দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ: রিজভী

রিয়াদ হাসান: [৩] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে জনগণের বিন্দুমাত্র আগ্রহ-উৎসাহ না থাকলেও গণভবন, আওয়ামী লীগের কার্যালয়ে ঢাক-ঢোল বাজানো হচ্ছে আর গলাবাজি করে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদরা গলা ফাটিয়ে ফেলছেন। আর জনপদগুলোতে নিজেরা নিজেরা মারামারি-খুনোখুনি, অস্ত্রের ঝনঝনানি, হুমকী ধামকীতে বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।

[৪] শনিবার সন্ধ্যায় ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

[৫] রিজভী বলেন, জনগণকে জিম্মী দশায় রেখে ৭ জানুয়ারি রাষ্ট্রের প্রায় দুই হাজার কোটি টাকার শ্রাদ্ধানুষ্ঠানের পাঁয়তারা চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে সরকার যে, পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি পুলিশের গ্রেপ্তারের ভয়ে বাড়িছাড়া থাকায় তার প্রতিবন্ধী বোন খাবার না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে, যে করুণ দৃশ্য ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

[৬] বিএনপি নির্বাচনকে বানচাল করার জন্য অস্ত্রের মহড়া দিতে প্রস্তুতি নিচ্ছে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যেও সমালোচনা করে তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব গুজুববাজ এবং মিথ্যা কথা বলার শাহেনশাহ, কি হাস্যকর আজগুবি বয়ান। আসলে তারা দলদাস পুলিশকে দিয়ে পরিকল্পনা মতো বিএনপি নেতাকর্মীদের অস্ত্র মামলায় ফাঁসিয়ে নিজেদের তৈরি করা নাশকতার মাত্রা বাড়াতে চায়। জঙ্গী অভিযানে অস্ত্র উদ্ধার নাটক সাজিয়ে বিদেশীদের চোখে ধুলো দিতে চায়।

[৭] বিএনপির এই নেতা বলেন, ওবায়দুল কাদেরদের সরকারের গোয়েন্দারা এতো কিছু জানে অথচ ১১ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের খবর উদ্ধার করতে পারে না। এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১০১ বার পিছিয়েছে। কারা বাংলাদেশ ব্যাংক থেকে রাষ্ট্রের ৮ কোটি ১০ লাখ ডলার লোপাট করলো তা জানতে পারেনি। এই আওয়ামী গোয়েন্দাদের কাজ হলো আষাড়ে গল্প বানানো। সম্পাদনা: এল আর বাদল